• উত্তর চট্টগ্রাম

    শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ ছড়ালেন সংসদ সদস্য রুহেল

      প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৪ , ১০:৪৮:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: তীব্র শীত জেঁকে বসছে। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গরীব জনগোষ্ঠীর পাশে বরাবরের মতো এগিয়ে এসেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল।




    জলদাস এবং বেদে পাড়ার জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রুহেল। এ সময় তিনি শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নশীল হতে সবাইকে আহ্বান জানান।

    উল্লেখ্য, মিরসরাইয়ে দেড় দশকের বেশি সময় ধরে শীতকালে অসহায় জনগোষ্ঠীর মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিচ্ছেন স্টার সিনেপ্লেক্স এর চেয়ারম্যান, মিরসরাই এর সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল। পর্যায়ক্রমে ষোল ইউনিয়ন এবং দুই পৌরসভায় কম্বল বিতরণ করা হবে।




    সম্প্রতি কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভুইয়া, ১৬টি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, দুই পৌরসভার মেয়র সহ অনেকে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content