• মহানগর

    চমেক হাসপাতালে দুদকের অভিযান, ওষুধ সরবরাহে গরমিল

      প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৪ , ১০:০৬:৩০ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান পরিচালনা করে ওষুধ সরবরাহের হিসাবে গরমিল খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।




    দুদকের সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, আমরা হট লাইনে অভিযোগ পাওয়ার পর হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালাই। এতে ওষুধ নিয়ে নয় ছয়ের প্রমাণ পাওয়া গেছে। এসব ওষধুদের অনিয়মের সঙ্গে জড়িত রয়েছে নার্সরাই। আমাদের অভিযানের সময় হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও সঙ্গে ছিলেন। তিনি দেখেছেন ওষুধ নিয়ে অনিয়ম হচ্ছে হাসপাতালে। আমরা বিষয়টি হাসপাতালের পরিচালককে অভিহিত করেছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।




    আরও খবর 25

    Sponsered content