• দক্ষিণ চট্টগ্রাম

    টানা জয় পেলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ১১:১৪:১০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীর প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। এনিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন তিনি।




    মোট ৪৬টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সাইফুজ্জামান চৌধুরী পেয়েছেন ৬০ হাজার ৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মাস্টার আবুল হোসেন (মোমবাতি) পেয়েছেন এক হাজার ৬৬১ ভোট।




    এছাড়া জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রব চৌধুরী টিপু (লাঙ্গল) পেয়েছেন এক হাজার ৯২ ভোট, ইসলামিক ফ্রন্টের স ম হামেদ হোসাইন (চেয়ার) পেয়েছেন ২৯৩ ভোট, খেলাফত আন্দোলনের মৌলভী রশিদুল হক (বটগাছ) পেয়েছেন ২৮৫ ভোট, তৃণমূল বিএনপির মকবুল আহমদ চৌধুরী সাদাদ (সোনালী আঁশ) পেয়েছেন ২৭৮ ভোট, সুপ্রিম পার্টির মো. আরিফ উদ্দিন (একতারা) পেয়েছেন ১৮২ ভোট।




    এ আসনে মোট ভোটার এক লাখ ২৬ হাজার ২৫৭ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৫ হাজার ৫৫২ জন ভোটার।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content