• খেলাধুলা

    ঈগল স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে পতেঙ্গা দিনার একাদশ চ্যাম্পিয়ন

      প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ৯:০৫:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া ডেস্ক: নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ ,সি:ইউনিটে ঈগল স্পোটিং ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ হারুন উর রশীদ।




    ২৬ ডিসেম্বর সোমবার রাতে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় দিনার একাদশ ট্রাইবেকারে২-০গোলে আলী শাহ ট্রেডাস কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
    জয়ী দল ট্রফি সহ নগদ ১৫ হাজার, রানার্স আপ দল ট্রফি সহ ৭হাজার টাকা প্রাইজমানি লাভ করেন।




    সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের প্রান্ত, সেরা গোলদাতা মোঃ ইরফান।

    এছাড়া অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার হাজী মোঃআব্দুর রউফ, তরুণ ক্রীড়া সংগঠক মোঃ শেখ রাসেল আহমদ,সেবা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসেন, ইয়াং স্টার ক্লাবের মোঃ জোবায়ের বশর, ইউনুস, শাহানুর, নয়ন,রাফি, লোকমান, মানিক সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে তুষার,রাজু,সামাদ, বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    0Shares

    আরও খবর 16

    Sponsered content