• মহানগর

    বিএনপির হরতাল-অবরোধের প্রতিবাদে যুবলীগ নেতার নেতৃত্বে বিক্ষোভ

      প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৯:২৩:১৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বিএনপি জামায়াতের ডাকা হরতাল, অবরোধের প্রতিবাদে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে নগরের মধ্যমহালি শহর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।




    ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ সুমনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য দেন যুব লীগ নেতা ইমতিয়াজ বাবলা, মো. ইসমাইল, সাজিবুল ইসলাম, সজিব, বেলাল, রমজান আলী, জাবেদ, সাজ্জাদ, রাশেদ, আরমান, মাহমুদুর রহমান বাপ্পি, সৈয়দ সুলতান ফাহিম সাইফ, তৌকির, আরাফাত মিরাজ, সাদ্দাম, বারেক, সাগর, তোহাব, সজিব, আবির, তরিরকুল, লোকমান, হাছান, নুর নবী, জনি বডুয়া প্রমুখ।




    এসময় দেবাশীষ পাল দেবু বলেন, বিএনপি দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে।

    তারা আবারও রাজনীতির নামে মানুষ হত্যার রাজনীতি শুরু করেছেন। তারা আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই দেশে অরাজকতা করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তত থাকতে হবে।




    0Shares