• পার্বত্য চট্টগ্রাম

    লামার আজিজ নগরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেলো এক শিশুর

      প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৩ , ১০:২৮:২৭ প্রিন্ট সংস্করণ

    মো: আরিফুল ইসলাম: বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আবেদ আলীর ছেলে আব্দুল্লাহ (১১) নামে এক শিশু ট্রাক্টর চাপায় নিহত হয়েছে।




    জানা যায়, রাস্তা দিয়ে পাহাড়ে বেয়ে ট্রাক্টর নিয়ে উঠার চেষ্টা করছিল ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহসিন। পাহাড়ে কিছুদূর উঠার পর ট্রাক্টরটি আটকে গেলে সেখানে থাকা শিশুদের ধাক্কা দিতে বলে। ধাক্কা দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আব্দুল্লাহ’র গায়ের ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।১৯ নভেম্বর রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে এঘটনা ঘটে।

    নিহত শিশু আব্দুল্লাহ ২নং চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।




    নিহত শিশুর মা জানান, ট্রাক্টর ড্রাইভার ছিলেন মোঃ মহসিন। সে একই এলাকার এসকান্দর মাষ্টারের ছেলে।

    নিহত শিশুর পিতা আবেদ আলী বলেন,আমার ছেলে যেখানে খেলছিলো সেখান থেকে ট্রাক্টরটি অনেক দূরে ছিলো। ঐ মাষ্টার সবসময় স্কুলের ছোট-ছোট বাচ্চাদের দিয়ে এরকম কাজ করায়। কাজ করতে না চাইলে পরের দিন বাচ্চাদের মারে।আমি আমার ছেলের মৃত্যুর বিচার চাই।




    আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাছির উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিশুটির লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের অনুমতি পেলে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। মাষ্টার মহসিন পলাতক রয়েছে।




    আজিজনগর ইউনিয়র পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মহরম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মর্মান্তিক। অবুঝ শিশুর মৃত্যুর ঘটনা জানাজানি হলে নিহত শিশুর বাড়িতে প্রচুর স্থানীয় লোকজন ভিড় জমায়।

    আরও খবর 29

    Sponsered content