• মহানগর

    চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

      প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৯:৫৪:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও বিএনপি-জামায়াতের পঞ্চম ধাপের অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

    বুধবার (১৫ নভেম্বর) সকাল থেকে তাদের মোতায়েন করা হয়।




    বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, চট্টগ্রামে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে বিজিবি গাড়ি নিয়ে চট্টগ্রামে টহল দিচ্ছে।এছাড়া আরও ৮ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।




    বুধবার (১৫ নভেম্বর) সকালে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে ১৮১ প্লাটুন বিজিবি।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content