• মহানগর

    পিসিটির উদ্বোধন, বে টার্মিনালের মাস্টারপ্ল্যান

      প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৩ , ৯:৫২:৫১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: পতেঙ্গা কনটেইনার টার্মিনালের( পিসিটি) উদ্বোধন ও বে টার্মিনাল মাস্টারপ্ল্যানের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৪ নভেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্প দুইটির উদ্বোধন ও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।




    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ লতিফ, নজরুল ইসলাম চৌধুরী, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব চন্দা পাল, রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, বিজিবির রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম চৌধুরী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফ প্রমুখ।




    বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলসহ বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।

    বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বলেন, আজ আমাদের খুশির দিন। বঙ্গবন্ধু কন্যা সারা দেশের চেহারা বদলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রাম বন্দর অদম্য গতিতে এগিয়ে চলছে।




    বন্দরের নিজস্ব অর্থায়নে ১ হাজার ২২৯ কোটি ৫৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) বছরে ২০ ফুট লম্বা ৫ লাখ কনটেইনার হ্যান্ডলিং করা যাবে। এখানে ভিড়তে পারবে সাড়ে ৯ মিটার ড্রাফটের তিনটি জাহাজ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content