প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৩ , ১১:৩১:০৩ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ির উপজেলা ভূজপুর থানাধীন নারায়বহাাট ইউনিয়নের “মা জান” চা বাগান সংলগ্ন হাসনাবাদ সড়কে অবৈধভাবে অনুমতিবিহীন পাহাড় টিলা কাটার দায়ে ‘মামনি এগ্রো’ কম্পানির অভ্যন্তর থেকে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে গতকাল রাত প্রায় ২টার সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কররে ৩টি এক্সকেভেটর মেশিন ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
তম্মধ্যে ১টি এক্সকেভেটর ও ১টি ড্রাম ট্রাক ৩নং নারায়নহাট ইউনিয় পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দিয়ে বাকি দুটি ফটিকছড়ি উপজেলা পরিষদ নিয়ে আসা হয়েছে। রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে ভুজপুর থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান সহকারী কমিশনার ভূমি এ,টি,এম,কামরুল ইসলাম।