• মহানগর

    পতেঙ্গায় বাস উল্টে ১ জনের মৃত্যু

      প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৩ , ১১:৪৩:০২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মু:হোসেন বাবলা: নগরের পতেঙ্গায় বঙ্গবন্ধু টানেল টোল বক্স এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় বাসটির বেশ ক’জন যাত্রী আহত হন।




    শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ব্যক্তি সাতকানিয়ার বাসিন্দা।তার নাম আবুল হোসেন।

    পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।




    পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

    চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content