• মহানগর

    সমবায়ীদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৩ , ৯:৫৯:৫৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালন করেছে বিভাগীয় সমবায় দপ্তর।

    শনিবার (৪ নভেম্বর) নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সমবায় সমিতিসমূহকে ঋণ প্রদান করা হলে প্রান্তিক পর্যায়ের সমবায়ীরা যেমন স্বাবলম্বী হতেন ঠিক তেমনি সরকারী ঋণ আত্মসাতের হারও কমে আসতো।




    সমবায়ীদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের সুযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
    নওফেল আরও বলেন, ফিলিস্তিনের গাজায় নয় হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এ নিয়ে পশ্চিমাদের কোন মাথাব্যাথা নাই। তারা শুধু বাংলাদেশের নির্বাচন নিয়ে সারাক্ষণ উপদেশ দিয়ে চলেছেন। বাংলাদেশ নিয়ে দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সজাগ থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।




    চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সাদিযুর রহিম জাদিদ।

    অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান।




    এসময় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া, যুগ্ম-নিবন্ধক দুলাল মিঞা, চট্টগ্রাম জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ, উপ-নিবন্ধক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপ-নিবন্ধক কানিজ ফাতেমা, উপ-সহকারী নিবন্ধক মো. কেফায়েত উল্লাহ খান, ডবলমুরিং থানা সমবায় অফিসার সুমিত কুমার দত্ত, পাঁচলাইশ থানা সমবায় অফিসার শফিউল আলম, কোতোয়ালী থানা সমবায় অফিসার মোহাম্মদ ওছমান গনি প্রমুখ।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content