• খেলাধুলা

    মাঝে মাঝে হাসিরও দরকার আছে : সাকিব

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৭:২৬:০৪ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে বেশ গম্ভীর সাকিবকে দেখা গিয়েছিল। ডাচদের বিপক্ষে বাংলাদেশের হারের সেই স্মৃতি এখনো টাটকা। তবে আজ পাকিস্তান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দেখা মিলেছে ভিন্ন সাকিবের। বেশ ফুরফুরে মেজাজে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক।




    শুরু থেকেই সাবলীলভাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। শেষে সম্মেলন কক্ষ ত্যাগ করার আগে বের হওয়ার মুহূর্তে সবার উদ্দেশে এক গাল হেসে সাকিব বলেছেন, ‘মাঝে মাঝে হাসিরও দরকার আছে।’

    এর আগে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের টানা চার পরাজয় বাংলাদেশেকে ম্যাচ জিততে সহযোগিতা করবে কিনা বা প্রতিপক্ষের বাজে সময়ে বাংলাদেশ সুবিধা নিতে পারবে কিনা? উত্তরে সাকিব বলেন, ‘একই কথা তারাও বলতে পারে যে, আমরাও পাঁচটা ম্যাচ হেরে বসে আছি। এটা ওদের এডভান্টেজ। কী বলব বলেন? (হাসি)’।




    বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন কার্যত শেষই বাংলাদেশ দলের। যে কারণে আপাতত লক্ষ্যও বদলে গেছে টাইগারদের। সাকিবের লক্ষ্য আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা। কেননা বিশ্বকাপে সেরা আট দলের ভেতর থাকা দলগুলোই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে।

    আরও খবর 16

    Sponsered content