• জাতীয়

    বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৩ , ১:৩২:১৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

    রোববার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এই ডিগ্রি দেন।

    বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করেন তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




    এর আগে জাতীয় সংগীত ও বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধুকে চিত্রিত করে সংগীত, নৃত্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।




    সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content