• উত্তর চট্টগ্রাম

    পাচঁপুকুরিয়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৩ , ২:২৬:৩৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া চিত্ত বাবুর বাড়িতে সকাল ১১টায় পাচঁপুকুরিয়া সার্বজনীন দূর্গাৎসব উপলক্ষ আজ মহাসপ্তমীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ডাঃ যামিনী খাস্তগির ট্রাস্ট কর্তৃক আয়োজিত সারাদিন চিকিৎসা সেবার সভাপতিত্ব করেন ১০নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ।




    এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কৃষকলীগ ফটিকছড়ি উপজেলার সভাপতি মোহাম্মদ নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো জাহেদুল ইসলাম চৌধুরী টিটু,উদ্ধোধক ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ নওশের আলী চৌধুরী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হাবিবুল্লাহ কামাল।




    সুমন সুত্রধরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার শাহ,মোঃ হান্নান,মোঃ কামরুল ইসলাম ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বেলাল উদ্দিন, বক্তপুর দায়রা বাড়ির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বটন কুমার দে,বাবু অনুপ কুমার দে বাবু আশিক কুমার দে,ডাঃ সুব্রত রায়,বাবু বিপ্লব খাস্তগির, বাবু অমিত দে,মোঃ মুরশেদ, মোঃ জয়নাল আবেদীন, চিকিৎসা সেবায় নিয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডাঃ রাজিব খাস্তগির, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ডাঃতীর্থ খাস্তগির,স্ত্রী ও প্রসুতি ডাঃ মোটুসী খাস্তগির টুসি প্রমুখ।




    বক্তারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার,মানব সেবায় ধর্ম। তাই জাতি ধর্ম নির্বিশেষ সকলকে মানব সেবায় এগিয়ে আসতে হবে।




    আরও খবর 27

    Sponsered content