• পার্বত্য চট্টগ্রাম

    লামায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ী আটক

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ২:০৯:৪২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: আরিফুল ইসলাম: বান্দরবান জেলার লামা উপজেলায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উপজেলার আজিজনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রবিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।




    এ সময় আটক এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট।




    গোপন সূত্রে জানা যায়, উপজেলার আজিজনগরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা রবিবার দিনগত রাত ৮টার দিকে চাম্বি মফিজ বাজার ও আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জি আর ৩৩/২২ মামলার পরোয়ানা ভুক্ত আসামী জিয়াবুল হক, সি আর ২২৫/২১ মামলার পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সাজ্জাদ ও ইয়াবা সহ কলিম উল্লাহকে আটক করা হয়।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content