প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৩ , ১২:৩৬:১৮ প্রিন্ট সংস্করণ
অরুন নাথ : বৃহত্তর চট্টগ্রাম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর নগরীর একটি কমিউনিটি সেন্টারে বার্ষিক গীতা পরিক্ষায় উর্ত্তীণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টিংকু ঘোষ ও প্রিয়া ঘোষের সঞ্চালনায় এতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেলী চক্রবর্তী।
বিজয় চক্রবর্তী শাওন এর সভাপতিত্বে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা এড. তপন কান্তি দাশ।
প্রধান অতিথি ছিলেন ডা. সজীব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রীমতি বৃষ্টি বৈদ্য, শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির পুজা উপযাপন পরিষদ এর সভাপতি তিমির চৌধুরী লাতু, বাগীশিক সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক অনিকা ঘোষ, বাগীশিক চট্টগ্রাম মহানগর সভাপতি সঞ্জয় চক্রবর্তী মানিক, বাগীশিক চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ডা. অর্পূব ধর , বক্তারা বলেন গীতার মর্ম বাণী উপলব্ধি করে জীবন ধারন করতে হবে এবং গীতা পাঠে সকলকে উৎসাহিত করতে হবে তবেই আমাদের গীতা শিক্ষা নিকেতনের সার্থকতা খুঁজে পাবো।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতা শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।