• সারাদেশ

    শার্শায় গাঁজা সহ ২ নারী আটক

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২৩ , ৯:২৮:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আঃ জলিল: যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন কেজি গাঁজা সহ দুই নারি মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।




    আটককৃত নারী আসামী- মোছাঃ সাবানা (৩৭), স্বামী- হেলাল শেখ, পিতা-মোঃ হোসেন আলী, স্থায়ী সাং-ছোট মেঘলা (পশ্চিমপাড়া), এপি সাং-চাঁচড়া ডালমিল (মাঠপাড়া) অপর নারী মোছাঃ ফাতেমা (৩০), স্বামী-মোঃ গফফার খান, পিতা-মোঃ হোসেন আলী, স্থায়ী সাং-ছোট মেঘলা (পশ্চিমপাড়া), এপি সাং-শহিদুল্লাহপুর, বসুন্দিয়া মোড়, উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোর।




    পুলিশ জানায়, রবিবার (০১ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের সময় গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ সালাউদ্দিন খান সংগীয় ফোর্স লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা পার্কের মোড় হতে শার্শা বাজারগামী মোঃ ফজের আলীর বাড়ির সংলগ্ন রাস্তার উপর হতে তিন কেজি গাঁজা সহ সাবানা ও ফাতেমা নামে দুই নারীকে গ্রেফতার করে। জব্দকৃত মাদকদ্রব্যর মূল্য আনুঃমূল্য ১,৮০,০০০/- টাকা।

    শার্শা থানার অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম জানান আটককৃত আসামীদের বিরুদ্ধে অত্র থানায় মামলা রুজু করা হয়েছে।




    0Shares

    আরও খবর 4

    Sponsered content