• মহানগর

    আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে

      প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কোনোদিনই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারবে না। মা-বোনেরা ভোট দিতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও ভোটাধিকার চিরতরে বিলীন হয়ে যাবে।




    আজ (শনিবার) নগরের লাভ লেইন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজির দেউরী মোড় থেকে একটি র‍্যালি বের করা হয়।

    ডা. শাহাদাত হোসেন বলেন, আগামী দিনগুলোতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা সরকারকে বাধ্য করব পদত্যাগ এবং সংসদ বিলুপ্ত করতে। একই সঙ্গে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিতে বাধ্য করা হবে।




    চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্য সচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর।




    আরও খবর 25

    Sponsered content