• মহানগর

    ব্যারাকের ছাদ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

      প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

    বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।




    ওই কনস্টেবলের নাম জাহিদুল ইসলাম, ব্যাচ নম্বর ৬৮১৬। তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের বাসিন্দা এবং সিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের এসএএফ শাখায় কর্মরত ছিলেন।২০২০ সালের ৫ মার্চ জাহিদুল ইসলাম পুলিশ বিভাগে যোগ দেন বলে জানা গেছে।

    সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- অসতর্কতাবশত ভোরে হিলটপ ব্যারাক হাউজের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়।




    মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content