• জাতীয়

    দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাগত জানাচ্ছেন তিন বাহিনী প্রধানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।
    ঢাকা: ইন্দোনেশিয়ায় আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান এবং সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    তিনি শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেন।




    ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তিন বাহিনী প্রধানসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।




    আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর যান।

    রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content