প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫২:১০ প্রিন্ট সংস্করণ
আঃ জলিল: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের সফল অভিযানে ইয়াবাসহ তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
বুধবার ১৩ সেপ্টেম্বর যশোরের ডিবি পুলিশের চৌকস অফিসার এসআই শাহীনুর রহমান, এএসআই শেখ কামরুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে একই তারিখ ২১:০৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন কিসমত নোয়াপাড়া মনিরুল এর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ী আসামিরা হলেন (১) আব্দুল গফুর মোল্লা (৫২), পিতামৃত- হাসেম মোল্লা, সাং- শেখহাটি জামরুলতলা, (২) রফিকুল ইসলাম (৬০), পিতামৃত- আবু বক্কর শেখ, সাং- কিসমত নওয়াপাড়া, (৩) তুরান (৪২), পিতামৃত- সাঈদ, সাং- হসপিটালপাড়া, সর্বথানা- কোতয়ালী, জেলা- যশোর, (৪) অমল কুমার বিশ্বাস (৫৩), পিতামৃত- অনিল কুমার বিশ্বাস, সাং- পারনান্দুলিয়া, থানা ও জেলা-মাগুরা।
এসময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়।তবে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,১৪,০০০/= টাকা।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১২টা মাদক মামলা ২নং আসামীর বিরুদ্ধে ০২টা মাদক মামলা ৪নং আসামীর বিরুদ্ধে ০৫টা মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।