• খেলাধুলা

    কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বাবর

      প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১০:১৬:২১ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। তবে অনেকেই অন্যতম শব্দটা বাতিলের খাতায় রেখে দেন।

    তাদেরই একজন বিরাট কোহলি। তিন ফরম্যাটেই পাকিস্তান অধিনায়কের বিচরণ থেকে রীতিমত মুগ্ধ ভারতীয় এই ব্যাটার। তাই তো তার মতে, বর্তমান সময়ে বাবরের চেয়ে এগিয়ে নেই আর কোনো ব্যাটার। এক বছর আগে দেওয়া সেই সাক্ষাৎকারে এমনকি নিজেকেও এগিয়ে রাখেননি তিনি। এবার বাবর জানালেন, কোহলির কাছ থেকে শেখার কথা।




    এশিয়া কাপে আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিন্দ্বী ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে বাবর বলেন, ‘ ২০১৯ বিশ্বকাপে যখন বিরাট কোহলির সঙ্গে দেখা করি, তখন তিনি তার ফর্মের চূড়ায় ছিলেন, এখনো চূড়ায় আছেন। আমি তাকে কিছু প্রশ্ন করি। তিনি উদার মনে তা বুঝিয়েছেন। আমি তার কাছ থেকে প্রচুর শিখেছি। ‘

    ‘ভালো লাগে যখন কেউ এমন কিছু বলে। কোহলি আমার সম্পর্কে যা বললেন, তা খুবই গর্বের বিষয়। তিনি যা বলেছেন তা থেকে আমি প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। ‘




    এর আগে গত বছর স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবরকে নিয়ে কোহলি বলেছিলেন, ‘আমার সঙ্গে তার (বাবরের) প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ম্যানচেস্টার ম্যাচের পর। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে আমি ইমাদকে (ওয়াসিম) চিনি এবং সে এসে বলে, বাবর আমার সঙ্গে কথা বলতে চায়। এর পর আমরা দু’জনে (বাবর-বিরাট) বসি ও খেলা নিয়ে আলোচনা করি। ‘




    ‘প্রথম দিন থেকেই সে আমাকে প্রচুর শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছে এবং সেটার পরিবর্তন হয়নি। সব ফরম্যাট মিলিয়েই সম্ভবত বর্তমানে বিশ্বের সেরা ব্যাটার। ধারাবাহিকভাবে সব ফরম্যাটেই সে পারফরম্যান্স করে। তাকে খেলতে দেখাটা আমি সব সময়ে উপভোগ করি। ’