• মহানগর

    মহিউদ্দিন চৌধুরীর নামে হচ্ছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে

      প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৩ , ১০:২৪:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রয়াত সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে করার প্রস্তাব করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

    বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৫৮ তম বোর্ড সভায় সবার সর্বস্মতিক্রমে নামকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন সিডিএ বোর্ড সদস্য অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।




    তিনি জানান, সিডিএর বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামকরণ নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও প্রয়াত মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে করার প্রস্তাব করা হয়।এতে বোর্ড সদস্যরা সবাই একমত পোষণ করেন।

    বৃহস্পতিবার সকালে সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে সংস্থাটির ৪৫৮তম বোর্ড সভা শুরু হয়। সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

    প্রায় ১৫ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্পটি গত ২০১৭ সালের ১১ জুলাই অনুমোদন হয়। ওই সময় প্রকল্পের ব্যয় ধরা হয় ৩ হাজার ২৫০ কোটি ৮৩ লাখ টাকা। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এর নির্মাণকাজের উদ্বোধন হয়। ২০২২ সালে নির্মাণ ব্যয় বাড়ানোর ফলে মোট নির্মাণব্যয় দাঁড়ায় ৪ হাজার ৩৬৯ কোটি ৭ লাখ ১০ হাজার ৮১৯ টাকা। যৌথভাবে নির্মাণকাজ পায় বাংলাদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ও চীনা প্রতিষ্ঠান র‌্যাঙ্কিন।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content