প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ৯:৪০:০৪ প্রিন্ট সংস্করণ
চন্দনাইশ প্রতিনিধি: “ফার্মাসিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম” দক্ষিণ চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকা মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ করেন। শুক্রবার ১৮ আগস্ট সকালে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ বন্যাদুর্গত এলাকা ৯নং ওয়ার্ড দিয়াকুল সানাওয়ারা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফার্মাসিস্ট এসোসিয়েশান চট্টগ্রামের উদ্যেগে এ মেডিকেল ক্যাম্প ও বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী কাইসার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারীর নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব লোকমান হাকিম।
বিশেষ অতিথি ছিলেন নব নির্বাচিত কাউন্সিলর মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন ও বন্ধন বড়ুয়া।
বক্তব্য রাখেন সংঠনের সহ-সভাপতি এলবিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার ফার্মাসিষ্ট মোহাম্মদ শরিফুর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, সংগঠনের সদস্য ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, আবদুল্লাহ আল ফারুক, এটিএম ইউসুফ, প্রভাষক ড. নাজমুন নাহার, জয়া দত্ত, মুরাদুর রহমান।
প্রধান অতিথি দোহাজারী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম বলেন, স্বরনাতীতকালে ভয়াবহ তম বন্যায় মানুষের সহায় সম্পদ সব কিছু নষ্ট করে দিয়েছে মানুষ এখন অসহায়। এসময়ে অসহায় মানুষের পাশে দাড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ফার্মসিস্ট এসোসিয়েশান চট্টগ্রাম এর পক্ষ থেকে এ ধরনের মহৎ উদ্যেগ প্রসংশার দাবি রাখে।
সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম কাইছার বলেন, দক্ষিণ চট্টগ্রামে বন্যায় ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষের ঢল পড়েছে। মানুষের এই দুরসময়ে আত্মমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান।
এ সয়ম আরো উপস্থিত ছিলেন জিয়াউল করিম, আরমান হোসেন মিঠু, ফাহাদ বিন কাশেম, সৈয়দ ফারসাদ রাইয়ান সাউর্দান বিশ্ববিদ্যালয়ের শাহ মো. শাহরিয়ার হক, আব্দুর রহিম (আরমান), এস .এন তাবায়ের ইসলাম, বিজিসি ট্রাস্ট আমিরুল ইসলাম, ইমরুজ সিকদার, অন্ত চৌধুরী, স্বপ্নীল দাশ, এস. এম আব্দুর রহমান, হাবিবুল হাসান রাহাত প্রমুখ।
উল্লেখ্য যে, মেডিকেল ক্যাম্পে ৩শত জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা ও পরামর্শক পত্র দেওয়া হয়। এছাড়াও ৩ শত হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।