• উত্তর চট্টগ্রাম

    দুবাইয়ে ফটিকছড়ি প্রবাসীর মৃত্যু

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৩ , ১০:৪৪:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মুহাম্মদ কাজী আবু তাহের (৫৩) নামে ফটিকছড়ি উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত (১৮ আগস্ট) শুক্রবার রাত ৮টা ৩০মিনিটের দিকে দুবাই দেরা বাংলা বাজার হাজ্বী মোস্তাফা গ্লোসারিতে এ ঘটনা ঘটে।




    তিনি উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের -পূর্ব ফরহাদাবাদ নুর কাজির বাড়ির মৃত কাজি ফয়জুল কুদ্দুসের ছেলে। গত ৩৪ বছর ধরে আমিরাতে বসবাস করছেন তিনি।

    এ বিষয়ে নিহতের সন্তান কাজি মোহাম্মদ তাজবিদুল আমিন রুহান জানান, নিজ বাসার নিচে গ্লোসারিতে বাজারের জন্য গেলে হঠাৎ অচেতন হয়ে পড়ে যান বাবা। সেখান থেকে পুলিশ ও ডাক্তার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




    এদিকে তার মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে এবং তার গ্রাম জুড়ে শোকের ছায়া নেমেছে। বর্তমানে তার মরদেহ দুবাই গেসেজ হিমাগারে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে দেশে মরদেহ দেশে পাঠানো হবে।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content