• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে রোগীদের মাঝে আর্থিক সহায়তায় চেক বিতরণ

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ১২:২৮:০৬ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ১৪ আগস্ট সোমবার ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর কর্তৃক আয়োজিত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় জনপ্রতি এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকার চেক বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হয়।




    সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

    বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, ভাইস -চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সমাজসেবা কর্মকর্তা বাবু রাজিব আচার্য ।আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ফটিকছড়ি।




    আরও খবর 27

    Sponsered content