• মহানগর

    সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে আ জ ম নাছিরের শোক

      প্রতিনিধি ২ আগস্ট ২০২৩ , ৯:০২:৩২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেইসঙ্গে তিনি মহান আল্লাহতালার দরবারে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

    ঢাকার একটি হাসপাতালে বুধবার (২ আগস্ট) ভোররাত রাত পৌনে ৪ টার সময় সাংবাদিক আজাদ তালুকদার মারা যান।

    এক শোক বার্তায় তিনি বলেন, এই চট্টগ্রামে মেধাবী সাংবাদিকদের একজন আজাদ তালুকদার।




    সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা রক্ষায় যে কয়জন সাংবাদিক স্রোতের বিপরীতে থেকে পথ চলেছেন আজাদ তালুকদার ছিলেন তাদের মধ্যে একজন। গড্ডালিকা প্রবাহে কখনো গা ভাসিয়ে দেননি তিনি। সত্যের পথ অনেকটা কঠিন, সে কঠিন কণ্টকময় পথে নিজেকে অবিসংবাদিত রেখে একুশে পত্রিকাকে পরম যত্নে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পেরেছিলেন আজাদ তালুকদার।




    তিনি আরো উল্লেখ করেন, আজাদ তালুকদারের সঙ্গে আমার সামাজিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তি সম্পর্কও ছিল। তিনি একজন সদালাপী, মিশুক ও বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন। আজাদ তালুকদারের মৃত্যুতে জাতি একজন সাহসী, সত্যনিষ্ঠ সাংবাদিককে হারালো।
    তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content