• খেলাধুলা

    পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২৩ , ৯:৩৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: ক্রিকেট কিংবা ফুটবল সব ধরনের খেলায়ই বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। আসন্ন ভারত বিশ্বকাপের ট্রফিও এর ব্যাতিক্রম নয়। এরই ধারবাহিকতায় আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি।




    ৭ থেকে ৯ আগস্ট—এই তিন দিন বিশ্বকাপের ট্রফি থাকবে ঢাকায়। ট্রফির বাংলাদেশ ভ্রমণের সূচিও মোটামুটি ঠিকঠাক, এখন শুধু সেটা চূড়ান্ত হওয়া বাকি। প্রাথমিক যে আলোচনা, তাতে বাংলাদেশে এসে বিশ্বকাপের ট্রফি উঠবে পদ্মা সেতুতেও। দেশের শীর্ষ এক দৈনিককে এ তথ্য নিশ্চিত করেছেন নিজাম উদ্দিন চৌধুরী।

    বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন আমরা জাতীয় সংসদ ভবনের সামনে এটা করেছিলাম। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।’




    তবে পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধুই ফটোসেশনের জন্যই। সাধারণ মানুষের দেখার জন্য ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হবে ঢাকার বড় কোনো শপিং মলে। এখন পর্যন্ত যা আলোচনা, তাতে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা হতে পারে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এ ছাড়া ক্রিকেটারদের ট্রফি দেখা ও ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content