• মহানগর

    চান্দগাঁও খরমপাড়াস্থ এলাকায় বিশেষ অভিযানে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার: আটক ৩

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২৩ , ১১:৩৩:১১ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নগরের চান্দগাঁও থানার খাজা রোড সংলগ্ন খরমপাড়াস্থ খাতুন ভবন-২ এর সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই (নিরস্ত্র) পল্লব কুমার ঘোষ সঙ্গীয় অফিসারসহ গতকাল সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে মোঃ মহিউদ্দিন নামে ব্যক্তি কে ০১টি চোরাই মোটর সাইকেলসহ আটক করে।




    পর তার জবানবন্দিতে ও দেয়া তথ্য অনুযায়ী পৃথক অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার রামু থানার রাজারকুল ইউপি নাশিরকুলস্থ শিকলঘাট এলাকা থেকে মোঃ কামাল উদ্দিন ও মোঃ জয়নাল আবেদীন(আবু)কে আটক করেন পুলিশ।

    তাদের নিকট থেকে অভ্যাসগতভাবে চোরীর ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ টিম।




    উদ্ধারঃ ১। ০১টি WALTON PRIZEN মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং-অস্পষ্ট, চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
    ২। ০১ টি DISCOVER 100CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন ও চ্যাসিস নং- অস্পষ্ট ও ঘষামাজা।
    ৩। ০১ টি GLAMOUR 125 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার চ্যাসিস নং- PSIJAS09XHJH00755, ইঞ্জিন নং-7A06EJHGE02356।
    ৪। ০১ টি HORNET 160 R মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- KC23-/-E16002786, চ্যাসিস নং-TS05C2390JH102872।
    ৫। ০১টি PULSAR 150 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- DHZWFH91363, চ্যাসিস নং-অস্পষ্ট ও ঘষামাজা।
    ৬। ০১টি PULSAR 160 CC মডেলের পুরাতন মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং- PDXCPK56021, চ্যাসিসনং- MS2B54DXTCK83877।

    আটককৃতদের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ।




    আরও খবর 25

    Sponsered content