• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বিদ্যুতের তার থেকে বাশঁ সরাতে গিয়ে ১ বিদ্যুৎ কর্মীর মৃত্যু

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ১১:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে পল্লী বিদ্যুতের তারের উপর থেকে বাশঁ সরাতে গিয়ে মোঃ রাকিব ( ২১) নামের এক বিদ্যুৎ কর্মী র মৃত্যু হয়েছে।




    বুধবার ১২ জুলাই ফটিকছড়ি উপজেলা ধর্মপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়ুয়াপাড়ার বটতল এলাকা এ ঘটনা ঘটে।নিহত বিদ্যুৎ কর্মী রাকিব কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার মোঃ ফরিদুল আলমের ছেলে।

    ১বছর আগে তিনি ফটিকছড়ি আজাদী বাজার জোনাল অফিসে লাইন লেভেল -১হিসাবে যোগদান করেন।




    স্হানীয় সূত্রে জানা যায় ধর্মপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া সংলগ্ন বটতল এলাকায় বিদ্যুতের ১খুটির উপর অংশে ৩৩ হাজার ভোল্টার মেইন লাইন এবং তার নিচে ১১হাজার ভোল্টার সার্ভিস রয়েছে। ঘটনার সময় মেইন লাইন বন্ধ থাকলেও ১১হাজার সার্ভিস লাইন সচল ছিল।২টি বিদ্যুৎ মেইন লাইনের উপর পড়া একটি বাশঁ সরানোর চেষ্টা করে ব্যার্থ হলে পরে বিদ্যুৎ কর্মী রাকিব বাশঁঝার থেকে বাশঁ কাটতে যায়।বাশঁ কাটার পর এর অগ্রভাগ মেইন লাইন থেকে সরে নিচের সার্ভিস লাইনের উপর পরে তখন রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।




    পরে লোকজন এসে তার মৃতদেহ বাশঁঝাড় থেকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।



    0Shares

    আরও খবর 27

    Sponsered content