• খেলাধুলা

    পটিয়ায় তরুণ সংঘের আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

      প্রতিনিধি ৯ জুলাই ২০২৩ , ১০:৩৪:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া পৌরসভার উত্তর খরনা তেঁতুল ভিটা তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল স্থানীয় সুজানগর মাঠে অনুষ্ঠিত হয়।

    এতে রুদ্র পাড়া ফুটবল একাদশ ২–১ গোলে খীল পাড়া ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা লাভ করে।




    খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন।




    পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অঞ্জন রুদ্র, খরনা ইউপি সদস্য শেফালী রুদ্র, তরুণ সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মহসিন, সাধারণ সম্পাদক বসু রুদ্র, মোঃ ইউসুফ, নেপাল রুদ্র, শিবু রুদ্র, জাহাঙ্গীর আলম, আবদুল আলম, মোঃ সুমন, মোঃ পারভেজ, আবু তাহের, জিসান রুদ্র, বিপ্লব রুদ্র, প্রনব রুদ্র, বিধান রুদ্র প্রমুখ।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content