• খেলাধুলা

    বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৩ উদ্বোধন

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১০:১১:৪৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    ক্রীড়া প্রতিবেদক: নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে গত ০৫ জুলাই বিকেলে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্ধোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) ।




    খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি ফুটবল দল চট্টগ্রাম রেঞ্জ দলের মোকাবেলা করে।




    এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা প্রবীর কুমার রায়, পিপিএম (বার), অ্যাডিশনাল ডি আই জি (অর্থ ও প্রশাসন), চট্টগ্রাম রেঞ্জ; সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল ‌সম্পাদক ইবাদুল হক লুলু, সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




    উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম রেঞ্জ দল ২-১ গোলে সিএমপি টিম কে পরাজিত করে শুভ সূচনা করেন।




    0Shares

    আরও খবর 16

    Sponsered content