• মহানগর

    ‘পানগাঁও এক্সপ্রেস’ দুর্ঘটনার কবলে, সাগরে ভেসে গেল ৩ কনটেইনার

      প্রতিনিধি ৬ জুলাই ২০২৩ , ১০:৪৪:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ভাসানচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম বন্দরের জাহাজ ‘পানগাঁও এক্সপ্রেস’। এ সময় জাহাজটি কাত হয়ে গেলে ৯৬ টিইইউসের মধ্যে তিনটি কনটেইনার পানিতে ভেসে গেছে।

    জাহাজের নাবিকদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।




    বন্দর থেকে জাহাজটি সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল। বন্দর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর চার্টারারের নিযুক্ত একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে। জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।




    ইতিমধ্যে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-১১সহ ভাড়া করার একটি টাগ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

    দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।




    সী গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড সূত্রে জানা গেছে, ভোর চারটায় জাহাজটি চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিল। তখন সমুদ্রবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের সতর্ক সংকেত ছিল না। বেলা ১১টায় জাহাজটি বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়। এ সময় সাগরে প্রচণ্ড রোলিং (উত্তাল) ছিল। বিকেল ৩টার দিকে জাহাজটি গ্রাউন্ডিং (মাটিতে আটকে যাওয়া) হয়। এ সময় কিছু কনটেইনার সাগরে ভেসে যায়। SAPL 1, কাণ্ডারী-১০ দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়। দুর্ঘটনাকবলিত জাহাজটি টো (টেনে আনা) করার জন্য আরেকটি জাহাজ পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।




    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে যাওয়ার পথে পানগাঁও এক্সপ্রেস জাহাজটি আংশিক ডুবে গেছে। তিনটি কনটেইনার ভেসে গেছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাহাজটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content