প্রতিনিধি ৪ জুলাই ২০২৩ , ১০:০৫:৩৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে।সৌদি আরবের ফরিয়াদস্থ চট্টগ্রাম সমিতির আর্থিক সহাযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই পানির প্লান্ট স্হাপন করা হয়।
২ জুলাই রবিবার বিকেলে ফিতাকেটে প্লান্টটির উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
এতে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফিন আজিম,আওয়ামীলীগ নেতা বক্তিয়ার সাইদ ইরান,চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ,আবু কাশেম,নাজিরহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম,সাধারণ সম্পাদক এস,এম,হারেছ মিয়া,প্যানেল মেয়র মোহাম্মদ আলী,কাউন্সিল সোলাইমান, ডাঃ জয়নাল আবেদিন মুহুরী, রিয়াদস্থ চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক শিকদার জাকিরুল আলম মুরাদ,সাবেক ছাত্রনেত মোঃ গিয়াস উদ্দিন,শাহেদুল আলম শাহেদ,মাঈনুল করিম সউকী, রেজাউল করিম,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল প্রমুখ।