প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ১০:২৬:৩২ প্রিন্ট সংস্করণ
সোহাগ ফরহাদ: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়াও পৃথক ঘটনায় এক পর্যটক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট এবং দুপুর ২টায় লাবণী পয়েন্টে পৃথক এ ঘটনা ঘটে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেহেরিন আলম বিষয়টি নিশ্চিত করেন।
মৃত মো. সাআদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী থানার উত্তর যাত্রাবাড়ী সায়দাবাদ এলাকার মো. আহসান উল্লাহর ছেলে। এছাড়া জীবিত উদ্ধার মোহাম্মদ আলীফ (১১) ঢাকার কল্যাণপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
সাআদের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের বরাতে শেহেরিন আলম বলেন, শনিবার সকালে সাআদসহ ১০/১৫ জন বন্ধু মিলে ঈদ উপলক্ষে কক্সবাজার বেড়াতে আসেন। তারা সবাই কলাতলী এলাকার মোরশেদা রিসোর্ট নামের একটি আবাসিক হোটেল উঠেন। পরে দুপুর ২টার দিকে বন্ধুরা মিলে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে যান। এ সময় সাগরে ভাটার তীব্র স্রোতের টানে মো. সাআদ ভেসে যায়। এতে ঘটনাস্থলে সঙ্গে থাকা বন্ধুদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করেন। পরে সাআদকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি বলেন, সাগরে গোসলে নেমে ভেসে যাওয়ার সময় অতিরিক্ত লবণ পানি পান করায় পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এদিকে শনিবার দুপুর ১টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সাগরে গোসলে নেমে ভাটার তীব্র স্রোতের টানে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ আলীফ নামের এক পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান শেহেরিন আলম।
তবে ওই পর্যটক শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ রয়েছে বলে জানান তিনি।
শেহেরিন জানান, মৃত পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।