• বিনোদন

    সঞ্চারী সংগীত নন্দন একাডেমি‘র বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন সম্পন্ন

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১০:২২:৫৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    অরুন নাথ : উপমহাদেশের প্রখ্যাত সংগীত বিশারদ উস্তাদ নীরদ বরণ বড়ুয়া স্মরণে ২৩ জুন চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সঞ্চারী সংগীত নন্দন একাডেমি‘র বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মিলন অনুষ্ঠিত হয়।

    ডা. অপরাজিতা রায়হান এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত খ্যাতিমান বংশী বাদক উস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারী সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ইউনির্ভাসিটির ডিন ড. বীণা খুরানা ও সুমন চ্যাটার্জী , ডা: সরোজ কান্তি নন্দী ও রিয়াজ ওয়ায়েজ।




    অনুষ্ঠানের ২য় পর্বে সমবেত সংগীত পরিবেশন করেন সঞ্চারী সংগীত নন্দন একাডেমীর শিক্ষার্থীবৃন্দ।

    এরপর যোগ রাগে খেয়াল পরিবেশন করেন প্রথমা চৌধুরী শ্বেতা। তাকে তবলায় সঙ্গত করেন প্রাপ্ত আচায্য, হারমোনিয়ামে সৈকত দত্ত,তানপুরায় প্রিয়ম দত্ত ও অনন্যা দে।




    এরপর শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন শিল্পী ময়ুখ সরকার,পরের শিল্পী সৈকত দত্ত,তবলায় সঙ্গত করেন রুপ্লব গুপ্ত, হারমোনিয়ামে প্রত্যয় বড়ুয়া অভি, তানপুরায় অনন্যা দে।




    এরপর মোহনবীণায় রাগ চারুকেশী পরিবেশন করেন শিল্পী দোলন কানুনগো, তাঁকে তবলায় সঙ্গত করেন শিল্পী তিষাণ ঘোষ, এরপর তবলা লহড়া পরিবেশন করেন প্রীতম আচায্য,জয়ন্ত দেব, রুপ্লব গুপ্ত, নাথন নিলয় নাথ ।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content