• মহানগর

    গরুর বাজার সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে: সিএমপি কমিশনার

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১০:৪৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: নগরের সব গরুর বাজার সিসি ক্যামেরা ও ড্রোন দিয়ে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

    সোমবার (২৬ জুন) নগরের চাঁন্দগাঁও থানার নূর নগর হাউজিং ও কর্ণফুলী থানার মইজ্জারটেক গরুর বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই এসব তথ্য জানান।




    কমিশনার বলেন, জাল টাকা শনাক্তে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাছাড়া রাস্তার আশপাশে গড়ে উঠা কয়েকটা গরুর বাজার উচ্ছেদ করা হয়েছে।

    যেখানে গরুর বাজার ইজারা দেওয়া হয়েছে, তার বাইরে বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সড়কে গরুবাহী গাড়ি আটকানো নিষিদ্ধ করা হয়েছে।




    এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিনসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    আরও খবর 25

    Sponsered content