• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ১০:০৪:৩৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাটের উত্তর পাশে পুকুরে পানিতে পরে মোঃ মিরাজ নামের ২ বছর বয়সী এক শিশুর মার্মান্তিক মৃত্যু হয়েছে।




    ২৪ জুন শনিবার সকাল ১১টায় উপজেলা পাইন্দং বৃন্দাবনহাটের উত্তর পাশে আকম আলী টেন্ডলের বাড়িতে এঘটনা ঘটে। নিহতের পিতা স্থানীয় আবরবীা তালিমুল কোরান মাদ্রাসার শিক্ষক মোঃ মোরশেদ।




    ঘটনার সততা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম বলেন, শিশু মিরাজ সকাল ১১টার দিকে খেলা করতে ছিল তখন তার মা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল।খেলতে খেলতে একপর্যায়ে মায়ের অগোচরে পুকুর পাড়ে চলে যায় এবং পুকুরে পরে গেলে আর উঠতে পারেনি। পরে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়।




    শিশু মিরাজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content