• বিনোদন

    নতুন পরিচয়ে নোরা ফাতেহি

      প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ১০:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত তারকা নোরা ফাতেহি। নাচের দক্ষতার জন্য বরাবরই নজরে এসেছেন তিনি।

    হিন্দি সিনেমায় ‘আইটেম গান’র প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ হন নোরা।




    অভিনেত্রী ও নৃত্যশিল্পীর বাইরে ইতোমধ্যেই আন্তজার্তিক অঙ্গনে গায়িকা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। আর এবার প্রকাশ্যে এলো নোরার গাওয়া প্রথম একক গানের ভিডিও।

    তবে এখানেই শেষ নয়, প্রকাশ্যে আসা নোরার ‘সেক্সি ইন মাই ড্রেস’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর প্রযোজক গায়িকা নোরা নিজেই। এর পরিচালনার দায়িত্বে ছিলেন মরোক্কান পরিচালক আবদেরাফিয়া এবং কোরিওগ্রাফি করেছেন রাজিত দেব।




    ‘সেক্সি ইন মাই ড্রেস’র মিউজিক ভিডিও নিয়ে দারুণ রোমাঞ্চিত নোরা। তিনি বলেন, একজন কণ্ঠশিল্পী হিসেবে প্রথম একক গান আনছি, যা আমার ক্যারিয়ারে নতুন একটি কাজ।

    ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলে ফিফার আফিসিয়াল সাউন্ড ট্র্যাক ‘লাইট দ্য স্কাই’- নোরার অংশগ্রহণ তাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। নোরাই বলিউডের প্রথম তারকা, যাকে ফিফা বিশ্বকাপের থিম সংয়ের ভিডিওতে দেখা গেছে। কাতারের দোহায় ফিফা ফ্যান ফেস্টে নোরার ঘণ্টাব্যাপী নাচও আলোড়ন তোল বিশ্বকাপে।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content