• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে দোকানের টিন কেটে টাকা ও মালামাল চুরি

      প্রতিনিধি ১৬ জুন ২০২৩ , ৮:৫১:৪১ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার পূর্ব দৌলতপুর ফকিরহাট বাজারে গণি টেলিকম এন্ড ভেন্ডারের দোকানের টিন কেটে প্রায় এগার লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি হয়েছে।

    গত বৃহস্পতিবার (১৫ ই জুন) দিবাগত রাতে নাজিরহাট পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডে ফকির হাট বাজারে গণি টেলিকম এন্ড ভেন্ডারের দোকানে টিন কেটে এই চুরির ঘটনা ঘটে।




    দোকান মালিক মুনছুর বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের ন্যায় আমি দোকান বন্ধ করে বাড়ী চলে যাই। পরের দিন শুক্রবার সকালে দোকান খুলে দেখেন দোকানের উপরের সেলিং খোলা এবং টিন কাটা রয়েছে। তিনি বলেন, দোকানের ১ লক্ষ টাকা দামের স্মার্ট মোবাইল, ৩ লক্ষ টাকার মোবাইল কার্ড , ১লক্ষ টাকার সিগারেট,নগদ ৬ লক্ষ টাকার সহ প্রায় ১১ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে।




    এ ঘটনায় দোকান মালিক মুনছুর বাদী হয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

    ফকিরহাট বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিল মাওলানা মোঃ ইয়াকুব বলেন, এটি খুব দু:খজনক ঘটনা। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীদের চরম ক্ষতির সম্মুখিন হতে হবে। এ বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।




    আরও খবর 27

    Sponsered content