প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ১০:১৯:০৬ প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক: ১৩ জুন মঙ্গলবার বিকাল ৪টার সময় আলহাজ্ব জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের বাংলোতে,খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয় ।
৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জাহাঙ্গীর আলম”র পৃষ্ঠপোষকতায় শিকলবাহা স্পোর্টস একাডেমীর আয়োজনে এই মাসের শেষের দিকে, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজ এবং স্কুল মাঠে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে কর্ণফুলী উপজেলায় প্রথমবারের মতো শিকলবাহা প্রিমিয়ার ফুটবল লীগ ২০২৩ইং।
এই উপলক্ষে আজ প্রায়ই ১২০ জন খেলোয়াড়ের উপস্থিতিতে মনোমুগ্ধকর ভাবে খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণ কারী টিম গুলো হচ্ছে :
১. সাইফা গার্মেন্টস লিমিটেড ২. মনসা যুব তরুণ একতা সংঘ ৩. মরহুম হাজ্বী ইসমাইল পাটোয়ারী সৃতি সংসদ ৪. মরহুম সাইফুল ইসলাম ফারুক সৃতি সংসদ ৫. হাজ্বী মরহুম সৈয়দ আহম্মদ সৃতি সংসদ ।
এসময় উপস্থিত ছিলেন শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদ। অংশগ্রহণকারী টিমের সমন্বয়কারী শিকলবাহা স্পোর্টস একাডেমির সহসভাপতি মোং হেলাল,সদস্য মোং করিম, সিনিয়র খেলোয়াড় মুহাম্মদ ইমরান,মুবারক, মাসুদ রানা,রাসেদ,সজিব,মোং সিফাত,আরাফাত,মিনহাজ সহ প্রমুখ।