• বিনোদন

    বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী

      প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ১০:০৫:২০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। পাত্র আরেফিন জিলানী সাকিব।

    শুক্রবার (০২ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে তাদের বিয়ে সম্পন্ন হয়। সেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।




    এর আগে, একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে পরিবারের আয়োজনেই বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হয় ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা।

    সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল, পূজা, নাদিয়া ডোরা ও নিলয়।




    আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর ২ এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির।

    সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ওষুধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।




    0Shares

    আরও খবর 20

    Sponsered content