• মহানগর

    কদম মোবারক স্কুলে বঙ্গবন্ধু কর্নার

      প্রতিনিধি ২৪ মে ২০২৩ , ৯:৫২:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: নগরের মোমিন রোডের কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷




    বুধবার (২৪ মে) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করাতে বঙ্গবন্ধুর ওপর লেখা বিভিন্ন ঐতিহাসিক বই, ছবি, ঐতিহাসিক দলিল এই কর্নারে রাখা হয়েছে। শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে আপনারা প্রতি সপ্তাহে কিছু সময়ের জন্য হলেও শিক্ষার্থীদের বঙ্গবন্ধু কর্নারে নিয়ে আসবেন, তাদের বঙ্গবন্ধুর নেতৃত্ব হওয়া মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করাবেন।




    আজকের শিক্ষার্থীরাই আগামীতে যাতে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে পারে সেজন্য তাদের প্রস্তুত করতে এ উদ্যোগ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর জহর লাল হাজারী, রুমকি সেনগুপ্ত, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিংকু ভৌমিক।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content