• আন্তর্জাতিক

    দীর্ঘ সময় পানির নিচে থাকার রেকর্ড ভাঙলেন মার্কিন গবেষক

      প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ৯:২০:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক গবেষক পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার বিশ্বরেকর্ড ভেঙেছেন। জোসেফ ডিটুরি নামে এই গবেষক ফ্লোরিডার কি লার্গোতে ৩০ ফুট পানির নিচে একটি হোটেলকক্ষে ৭৪ দিনের বেশি সময় থেকেছেন।

    তবে এখনই থামার পরিকল্পনা নেই তার। কি লার্গোতে পানির নিচে যে হোটেলে তিনি ছিলেন সেটির নাম জুল আন্ডারসি লজ। খবর বিবিসি।




    রোববার তিনি বলেছেন, তিনি পানির নিচে জুল হোটেলে ১০০ দিনের জন্য থাকবেন। তিনি বলেন, আবিষ্কারের কৌতূহল আমাকে এখানে নিয়ে এসেছে।

    এই গবেষক বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা, সাক্ষাৎকার নেওয়া সেই বিজ্ঞানীদের, যারা সমুদ্রের নিচের জীবন অধ্যয়ন করেন এবং জানেন কীভাবে মানবদেহ চরম পরিবেশে কাজ করে।

    এর আগে পানির নিচে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড ছিল দুই অধ্যাপকের। ২০১৪ সালে এই কি লার্গোর হোটেলে তারা রেকর্ডটি গড়েন।




    সাবমেরিনের মতো এই হোটেলে পানির নিচের বাড়তি চাপ সমন্বয়ের ক্ষেত্রে কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না। পানির নিচের এই হোটেলে অধ্যাপক ডিটুরির থাকা শুরু হয় ১ মার্চ।

    পানির নিচের জুল হোটেলের নামকরণ করা হয়েছে কল্পবিজ্ঞান লেখক জুল ভার্নের নামানুসারে।




    0Shares

    আরও খবর 15

    Sponsered content