• মহানগর

    ভাড়ার তালিকা না টাঙানোয় বাস কাউন্টারকে জরিমানা

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৩ , ১১:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করায় ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে অলঙ্কার মোড়ের দূরপাল্লার কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।




    এসব কাউন্টারের বিরুদ্ধে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, আমরা কয়েকদিন আগে প্রতিটি কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখার নির্দেশনা দিয়েছিলাম।




    ঈদযাত্রায় বাস কাউন্টারে প্রদর্শিত তালিকা না টাঙিয়ে বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী হয়রানি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

    ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ফিটনেসবিহীন ও ডেটফেল গাড়ি রোডে না নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content