• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে সাংগ্রাইং পোয়ে শোভাযাত্রা

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৩ , ১১:৪৬:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    মো: শহীদুল ইসলাম শহীদ: ঐতিহ্যবাহী মহা সাংগ্রাইং পোয়ে:১৩৮৪-৮৫ ম্রাইমা সাক্রয় উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় থানচি উপজেলা মহা সাংগ্রাই পোয়ে: উদযাপন কমিটির সভাপতি কো হ্লামংউ মারমার সভাপতিত্বে থানচি উপজেলা মুক্তমঞ্চ হতে থানচি বাজার পর্যন্ত একটি শোভাযাত্রা র‍্যালি হয় এবং পরবর্তীতে থানচি উপজেলা মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




    মহা সাংগ্রাই পোয়ে: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা ম্রো মারমা।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও থানচি আবুল মনসুর।




    এতে উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুমৈ প্রু মারমা,থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক, প্রেসক্লাবের সভাপতি মংবোয়াংচিং মারমা অনুপম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান উবামং মারমা,সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।




    এছাড়াও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের মেম্বার হেডম্যান কারবারিবৃন্দ এতে অংশগ্রহণ করেন।




    0Shares

    আরও খবর 29

    Sponsered content