• উত্তর চট্টগ্রাম

    ছেলের নির্যাতনে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মা! বিচার দিলেন ভান্ডারী-তৈয়বের কাছে

      প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ১০:২২:০০ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: নিজের পেটে ধরা সন্তানের নির্যাতনের শিকার হয়ে বসতঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ফটিকছড়ির এক মা। বিচার চাইলেন সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারি ও উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়বের কাছে।




    ১০ এপ্রিল (সোমবার) দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে ছেলে কর্তৃক নির্যাতিত হওয়ার কথা তুলে ধরেন মা নুর জাহান বেগম।

    সংবাদ সম্মেলনে নুর জাহান বেগম বলেন, সাত সন্তানের মধ্যে চতুর্থ সন্তান নুর মোহাম্মদ মনা সকল সম্পত্তি নিজের নামে লিখে দিতে তাকে চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়াতে মনা ক্ষিপ্ত হয়ে নিজের মা ও বড় ছেলের বউকে মারধর করে। এতে ক্ষ্যান্ত হয় নি মনা। মোটর সাইকেল দিয়ে বড় বউকে হত্যা চেষ্টাও করে বলে অভিযোগ করেছেন নুর জাহান।




    এমপি ভান্ডারী ও উপজেলা চেয়ারম্যান আবু তৈয়বের সাথে সু সম্পর্কের প্রভাব দেখিয়ে পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালানোর অভিযোগ এনে তাঁদের কাছে মনার অপকর্মের বিরোদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান নুর জাহান বেগম।




    আরও খবর 27

    Sponsered content