• মহানগর

    চবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ চান ছাত্রলীগের সাবেক নেতারা

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৩ , ৯:৫২:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী : জামায়াতপন্থী শিক্ষককে প্রক্টর বানানো ও উপাচার্যের মেয়ের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপচার্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।

    শনিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।




    মানববন্ধনে ছাত্রলীগের সাবেক নেতারা বলেন, এক সময় ছাত্রশিবিরের হামলার কারণে বছরের পর বছর ক্যাম্পাসে যেতে পারেন নি, পরীক্ষা দিতে পারেননি। বর্তমান প্রক্টর নুরুল আজিম সিকদার সেইসব শিবির কর্মীদেরই একজন।

    যিনি ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর বারবার হামলা করেছেন। শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়ে উপাচার্য কেবল নিয়োগ বাণিজ্যই করছেন না, জামায়াত শিবিরকে চাকরি দিচ্ছেন, প্রক্টর বানাচ্ছেন।

    সাবেক ছাত্রলীগ নেতা হারুন উর রশীদ জুয়েল বলেন, বর্তমান প্রক্টর নুরুল আজিম শিকদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এর সবচেয়ে বড় প্রমাণ ২০১১ সাল থেকে এখন পযর্ন্ত তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোনো মুক্ত চেতনা, বাংলাদেশের স্বাধীনতাপন্থী কোনো পোস্ট নেই।




    সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন মোহাম্মদ সোহাগ বলেন, আজকের এই মানববন্ধন করার কথা ছিল চবির বর্তমান ছাত্রলীগের কমিটির সদস্যদের। তাঁদের চুপ থাকা আমাদের কষ্ট দিচ্ছে। বর্তমান উপাচার্য শুধু নিয়োগ বাণিজ্যেই জড়ান নি, একই সঙ্গে জামায়াত শিবির ও তাদের দোসরদের চাকরি দিয়েছেন, প্রক্টর বানাচ্ছেন।




    সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে আমাদের সহপাঠী আমিনুল হক বকুলকে হত্যা করে জামায়াত শিবির। বকুল হত্যাকারীদের ঘনিষ্ট ছিলেন বর্তমান প্রক্টর। দলীয় সিদ্ধান্তে উপাচার্য মসনদে বসে কীভাবে জামায়াত শিবির নিয়োগ দেন তা আমাদের বোধগম্য নয়।




    চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব এলাহী বলেন, মানববন্ধনের ডাক দেওয়ার পর উপাচার্যের দোসরা আমাদের নেতাকর্মীদের ফোন দিয়ে ইফতারের দাওয়াত দিচ্ছেন। উপাচার্যকে অনুরোধ করছি প্রক্টরকে অপসারণ করার। নইলে তাঁর মেয়ের র্কুকীতি ফাঁস হয়ে যাবে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content