প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ১১:২৫:০১ প্রিন্ট সংস্করণ
মো: আব্দুল আল মামুন: জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, কে বা কারা পাহাড় কাটার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে বলা যাবে। এ স্থানে এর আগেও আমরা অভিযান করেছি।
কিন্তু কেউ সচেতন হয়নি। এখানে জনসচেতনতা খুবই জরুরি।
শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আকবারশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় পাহাড় ধ্বংসের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, এছাড়াও নিহত পরিবারকে দাফন-কাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে।