• উত্তর চট্টগ্রাম

    ভুজপুর কাজীরহাট বাজারে যানজট নিরসনে থানা পুলিশ

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৩ , ৮:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজীরহাট বাজারে যানজট নিরসনে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী নেতৃত্বে অভিযান চালানো হয়।




    এই সময় উপস্থিত ছিলেন ৪নং ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এইচ.শাহজাহান চৌধুরী শিপন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লোকমান, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এস.এম.মুসলিম উদ্দিন,ইজাদার ও বিশিষ্ট রাজনিতিবীদ মোঃ আনসারুল ইসলাম আনসার গ্রামপুলিশ প্রমুখ।




    ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজানের দিন মানুষ যাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং যানজটে পড়তে না হয় সেই জন্য অভিযান পরিচালনা করছি।

    এক প্রশ্ন জবাব তিনি বলেন, অন্যান্য বাজারের তুলনায় কাজীরহাট বাজারের নিত্যপণ্য দ্রব্যমূল্য সহনশীল রয়েছে। বিভিন্ন বাজারে জনস্বার্থে এই ধরণের অভিযান চলবে।




    ইউপি চেয়ারম্যান এস.এম.এইচ.শাহজাহান চৌধুরী শিপন বলেন, আমরা চাই প্রতিদিন কাজীরহাট বাজার যানজট মুক্ত রাখুক। এব্যাপারে আমার ও পরিষদের পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা থাকবে।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content